একেএম আফতাব হোসেন প্রামানিক (৫৭২৮)
সচিব
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনাব একেএম আফতাব হোসেন প্রামানিক বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি ০৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুগ্মসচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা, সৌদি আরবে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব আফতাব মাঠ প্রশাসনে জামালপুর, নরসিংদী ও নাটোর জেলায় যথাক্রমে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছেন। তিনি কর্মসম্পাদনে নিয়মানুবর্তিতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। পেশাগত কাজে তিনি থাইল্যান্ড, যু্ক্তরাজ্য, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর, ভারত, জার্মানী, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া সফর করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে অনার্সসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।