ক্রম |
প্রকাশ (মাস) |
ধর্মীয় ও নৈতিকতার বাণী |
১২। |
জুন - ২০২৫ |
- হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না; কিন্তু তোমাদের পরস্পরে রাজী হইয়া ব্যবসা করা বৈধ; এবং একে অপরকে হত্যা করিও না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। - আল-কুরআন, সূরা নিসা, আয়াত: ২৯
|
১১। |
মে - ২০২৫ |
- যতদূর পার সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা করে যাও৷ -বাইবেল, রোমীয়, ১২ অধ্যায়, ১৮ পদ
|
১০। |
এপ্রিল- ২০২৫ |
- দুষ্কর্ম না করাই শ্রেয়ঃ, দুষ্কর্ম পশ্চাতে অনুতাপ দেয়; তাদৃশ সৎকর্ম করাই শ্রেয়ঃ, যাহা করিয়া পরে অনুতাপ করিতে হয় না। -ত্রিপিটক, ধর্মপদ: ৩১৪
|
৯। |
মার্চ - ২০২৫ |
- শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করেন, সাধারন লোকেরা তাই অনুসরণ করে। -শ্রীমদ্ভগবদগীতা, ৩/২১
|
৮। |
ফেব্রুয়ারি-২০২৫ |
- তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং মানুষের ধন-সম্পত্তির কিয়দাংশ জানিয়া-শুনিয়া অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে উহা বিচারকগণের নিকট পেশ করিও না। -আল-কুরআন, সূরা বাকারা, আয়াত: ১৮৮
|
৭। |
জানুয়ারি-২০২৫ |
- তোমার প্রতিপালক ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক জাতি করতে পারতেন, কিন্তু তারা বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে থাকবে। -আল-কুরআন, সূরা হুদ, আয়াত: ১১৮
|
৬। |
ডিসেম্বর-২০২৪ |
- জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছু নাই। -শ্রীমদ্ভগবদগীতা, ৪/৩৮
|
৫। |
নভেম্বর-২০২৪ |
- আল্লাহ তাআলা বলেছেন, ‘কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনই সীমালংঘনে প্ররোচিত না করে। -আল-কুরআন, সূরা মাইদা, আয়াত: ২
|
৪। |
অক্টোবর-২০২৪ |
- তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া-শুনিয়া সত্য গোপন করিও না। -আল-কুরআন, সূরা বাকারা, আয়াত: ৪২
|
৩। |
সেপ্টেম্বর-২০২৪ |
- যারা সৎ পথে কঠোর পরিশ্রম করে এবং পরস্পরকে সহযোগিতা করে তাদেরকে প্রভু সাহায্য করেন। -ঋগ্বেদ, ৪/২৩/৭
|
২। |
আগস্ট-২০২৪ |
- যতদিন পাপ পরিণতি লাভ না করে ততদিন মূর্খ ইহাকে মধুময় মনে করে, কিন্তু পাপ যখন পরিণত হয় তখন মুর্খকে দুঃখ ভোগ করিতে হয়। - ত্রিপিটক, ধর্মপদ: ৬৯
|
১। |
জুলাই-২০২৪ |
- ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। ধার্মিক হইবার জন্য চেতন হও, পাপ করিও না। - বাইবেল, করিন্থীয়, ১৫ অধ্যায়, ৩৩-৩৪ পদ
|