Wellcome to National Portal
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২৪

অনুদান

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রতি বছরের ন্যায় ২০২৩-২৪ অর্থবছরে প্রত্যেক মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার মসজিদ সংস্কার/মেরামত/পুনর্বাসনের জন্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও মন্দির সংস্কার/মেরামত/পুনর্বাসনের জন্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং মহিলা আসনে নির্বাচিত প্রত্যেক মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার মসজিদ সংস্কার/মেরামত/পুনর্বাসনের জন্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও মন্দির সংস্কার/মেরামত/পুনর্বাসনের জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা বরাদ্দ রাখা ছিল।

 

এছাড়া এ মন্ত্রণালয় হতে দেশের বিভিন্ন মসজিদ, ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান, ঈদগাহ/কবরস্থান সংস্কার/মেরামত, হিন্দু মন্দির ও শ্মশান) সংস্কার/মেরামত, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান (প্যাগোডা) ও বৌদ্ধ শ্মশান সংস্কার/মেরামত, খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান গীর্জা ও সেমিট্টি সংস্কার/মেরামত এবং দুস্থ মুসলিম ও দুস্থ হিন্দু পুনর্বাসন এর জন্য অনুদান দেয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন ধর্মের মোট ৫৫১২টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩২,৩৩,০০,০০০/- (বত্রিশ কোটি তেত্রিশ লক্ষ) টাকা এবং দুস্থ পুনর্বাসন বাবদ ৩৫৯৭ জন দুস্থ ব্যক্তির অনুকূলে ৫,১৩,০০,০০০/- (পাঁচ কোটি তের লক্ষ) টাকা অনুদান দেয়া হয়েছে।

 

বিগত তিন অর্থবছরে সারা দেশের প্রায় ১৮,৩৯৪ টি মসজিদ, মাদ্রাসা/এতিমখানা, ঈদগাহ/কবরস্থান, হিন্দু মন্দির ও শ্মশান, বৌদ্ধ মন্দির ও শ্মশান এবং খ্রিস্টান গীর্জা ও সিমেট্রি ইত্যাদি সংস্কার ও মেরামতের লক্ষ্যে প্রায় ৯৫,৩৭,৯৭,০০০/- (পচানব্বই কোটি সাইত্রিশ লক্ষ সাতানব্বই হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি ১০,০৮৯ জন দুস্থ ব্যক্তির পুনর্বাসনের লক্ষ্যে ১৩.৯৪,৭৫,০০০/- (তের কোটি চুরানব্বই লক্ষ পচাত্তর হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।