সাফল্য ও অর্জন :
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রতি বছরের ন্যায় ২০২৩-২৪ অর্থবছরে প্রত্যেক মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার মসজিদ সংস্কার/মেরামত/পুনর্বাসনের জন্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও মন্দির সংস্কার/মেরামত/পুনর্বাসনের জন্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং মহিলা আসনে নির্বাচিত প্রত্যেক মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার মসজিদ সংস্কার/মেরামত/পুনর্বাসনের জন্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও মন্দির সংস্কার/মেরামত/পুনর্বাসনের জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া এ মন্ত্রণালয় হতে দেশের বিভিন্ন মসজিদ, ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান, ঈদগাহ/কবরস্থান সংস্কার/মেরামত, হিন্দু মন্দির ও শ্মশান) সংস্কার/মেরামত, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান (প্যাগোডা) ও বৌদ্ধ শ্মশান সংস্কার/মেরামত, খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান গীর্জা ও সেমিট্টি সংস্কার/মেরামত এবং দুস্থ মুসলিম ও দুস্থ হিন্দু পুনর্বাসন এর জন্য অনুদান দেয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন ধর্মের মোট ৫৪৫৮টি প্রতিষ্ঠানের অনুকূলে ৩১,৩৬,৬৮,০০০.০০ (একত্রিশ কোটি ছত্রিশ লক্ষ আটষট্টি হাজার) টাকা এবং দুস্থ পুনর্বাসন বাবদ ৩৬১৭ জন দুস্থ ব্যক্তির অনুকূলে ৪,৫৭,৬৫,০০০.০০ (চার কোটি সাতান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা অনুদান দেয়া হয়েছে।
বিগত তিন অর্থবছরে সারা দেশের প্রায় ২১,৬৭৫ টি মসজিদ, মাদ্রাসা/এতিমখানা, ঈদগাহ/কবরস্থান, হিন্দু মন্দির ও শ্মশান, বৌদ্ধ মন্দির ও শ্মশান এবং খ্রিস্টান গীর্জা ও সিমেট্রি ইত্যাদি সংস্কার ও মেরামতের লক্ষ্যে প্রায় ৯১.৬১৯৭ কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি ৯,০৮৯ জন দুস্থ ব্যক্তির পুনর্বাসনের লক্ষ্যে ১৩.০৬৭৫. কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।